মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি সরকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান-এর প্রধান নির্বাহী হচ্ছেন মহাপরিচালক। প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য রয়েছে ২টি উইং, ২টি ডিভিশন, নির্দেশিকা সেল, প্রশাসন শাখা এবং ২টি গবেষণা কেন্দ্রের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।
ফিল্ড সার্ভিস উইংঃ
ফিল্ড সার্ভিসেস উইং-এর প্রধান হচ্ছেন পরিচালক এবং এর অধীনে রয়েছে ৭টি বিভাগীয় কার্যালয় এবং ৩৩টি আঞ্চলিক কার্যালয়। বিভাগীয় কার্যলয় সমূহ হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর, যার প্রধান হচ্ছেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা। আঞ্চলিক কার্যালয়সমূহের প্রধান হচ্ছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।
অ্যানালাইটিকেল সার্ভিসেস উইংঃ
অ্যানালাইটিকেল সার্ভিসেস উইং এর প্রধান হচ্ছেন পরিচালক এবং এর অধীনে রয়েছে কেন্দ্রীয় গবেষণাগার, ৭টি বিভাগীয় গবেষণাগার এবং ১৬টি আঞ্চলিক গবেষণাগার ।কেন্দ্রীয় গবেষণাগার ঢাকায় অবস্থিত যার প্রধান হচ্ছেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা। বিভাগীয় গবেষণাগার সমূহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর যার প্রধান হচ্ছেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্ত। আঞ্চলিক গবেষণাগারের প্রধান হচ্ছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।
গবেষণাকেন্দ্রঃ
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর ২টি গবেষণা কেন্দ্র যা সরাসরি মহাপরিচালক তত্ত্বাবধান করেন।
১) মৃ্ত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা ব্যবস্থাপনা কেন্দ্র, মেঘালয়, বান্দরবান।
২) লবনাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র, বাটিয়াঘাটা, খুলনা।
ভ্রাম্যমান মৃ্ত্তিকা পরীক্ষাগারঃ
কৃষকের মৃত্তিকা নমুনা সরেজমিনে পরীক্ষা করে ফলাফলের ভিত্তিতে সুষম মাত্রার সার সুপারিশ করার লক্ষ্যে ১০টি ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার রয়েছে।
উদ্দেশ্যঃ
যথাযথ এবং টেকসই ভূমি ও মৃত্তিকা (বাংলাদেশের প্রধান সম্পদ) ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন এবং সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিৎকরণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS